আলমডাঙ্গা পৌর এলাকার ৫নং ওয়ার্ডে বিএনপির মতবিনিময় সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাতটায় এরশাদপুর মকবুল মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রশিদ মালিতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। তিনি বলেন, "চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরিফের হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুল হক মাস্টার, সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর উজ্জল, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় ৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আওয়ালের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য মিলন মালিতা, হারুন অর রশিদ, লিলি হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত, এবং পৌর ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন খন্দকার মতিয়ার রহমান, লিয়াকত আলী, বিএনপি নেতা ইব্রাহিম মাহমুদ, আনোয়ার, আরমান, আখতারুজ্জামান লুল, শরিফ, আওয়াল কবির, মামুন, অন্তর, মিন্টু, রেজাউল সহ আরও অনেক নেতৃবৃন্দ।
সভাটি দলের মধ্যে একতা ও সহযোগিতার আহ্বান জানিয়ে সম্পন্ন হয়।