৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা ষ্টেশনপাড়ার কিশোর জিসান হারানোর প্রায় ৪৮ ঘণ্টা পর উদ্ধার

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
নভেম্বর ১১, ২০২৪
76
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

আলমডাঙ্গা ষ্টেশনপাড়ার ১২ বছর বয়সী কিশোর জিসান হারানোর প্রায় ৪৮ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। ৮ নভেম্বর শুক্রবার সকালে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হওয়া জিসান দুই দিন পর ১০ নভেম্বর রবিবার দুপুরে কুষ্টিয়া থেকে ভ্যানযোগে তার বাড়িতে ফিরে আসে।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার ষ্টেশনপাড়ার আমিরুল ইসলামের ছেলে জিসান মানসিক প্রতিবন্ধী এবং ওমেকা চাইল্ড হোমের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে নিজ ইচ্ছায় চলাফেরা করতে পছন্দ করতো। ৮ নভেম্বর সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এবং এরপর আর ফিরে আসেনি। তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর ১০ নভেম্বর এক ভ্যানচালক এলাহী নগরের রাকিবুল তাকে ভ্যানে করে বাড়িতে নিয়ে আসেন।

ভ্যানচালক জানান, কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গাগামী একটি বাসের কয়েকজন যাত্রী জিসানকে বাস থেকে নামিয়ে তার ভ্যানে তুলে দেয়। ভ্যানে ওঠার সময় জিসান খালি গায়ে ছিল এবং তার সাইকেলটি কে বা কারা কেড়ে নিয়ে তাকে কুষ্টিয়ায় নিয়ে গিয়েছিল। পরে ওই যাত্রীরা তাকে এলাহী নগরের কাছে নামিয়ে দিলে ভ্যান চালক তাকে বাড়িতে পৌঁছে দেন।

জিসানকে পাওয়ার পর তার নানা শওকত আলী তাকে থানায় নিয়ে আসেন। বিষয়টি সম্পর্কে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, "৮ নভেম্বর কিশোর জিসান হারিয়ে যায়, তার নানা সাধারণ ডায়েরি করেছিলেন। রবিবার তার সন্ধান পাওয়ার পর শওকত আলী তাকে থানায় নিয়ে আসেন।"

এ ঘটনায় জিসানের পরিবারে স্বস্তি ফিরে এসেছে, তবে এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্তাধীন রয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram