৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে ডক্টর মো: মফিজুর রহমানের যোগদান

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
অক্টোবর ৯, ২০২৪
70
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

আলমডাঙ্গা সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর ডক্টর মো: মফিজুর রহমান। এর আগে তিনি দর্শনা সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টায় নতুন অধ্যক্ষের যোগদান উপলক্ষে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।

যোগদানের পরপরই তিনি সকল শিক্ষক ও কর্মচারীদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় সহকারী অধ্যাপক আব্দুল মোনয়েমের সভাপতিত্বে ও ডক্টর মহবুব আলমের সঞ্চালনায় প্রথমে কোরআন তেলোয়াত করেন প্রভাষক জামাল উদ্দিন, এরপর গীতা থেকে পাঠ করেন প্রভাষক পলি রাণী সিনহা।

পরিচয়পর্ব শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক আব্দুল মালেক, তাপস রশীদ, মো: শরিতউল্লাহ, আনোয়ার উজ্জামান, শারমিন আরা, সহকারী অধ্যাপক মো: মহিতুর রহমান, গোলাম ছরোয়ার, এবং শিক্ষক পরিষদের সেক্রেটারি সহকারী অধ্যাপক সাইদূর রহমান।

আলোচনা সভায় নতুন অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো: মফিজুর রহমান কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, ও অভিভাবকদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram