আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের নবাগত অধ্যক্ষকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ শাখার পক্ষ থেকে আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো. মফিজুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। এই উপলক্ষে গতকাল ৮ আগস্ট মঙ্গলবার বেলা ১২ টায় কলেজ ক্যাম্পাসে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময়ের পর নিরাপদ ও মাদকমুক্ত ক্যাম্পাস গঠনের প্রতিশ্রুতি নিয়ে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসনাত রিংকু, সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়, যুগ্ম আহবায়ক ওহেদুজ্জামান শুভ এবং কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাওন আহমেদ, রাজ আহমেদ, টিপু সুলতান।
এছাড়াও উপস্থিত ছিলেন বেলগাছী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শালেক মাহমুদ নীরব ও অন্যান্য নেতৃবৃন্দ।