৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে টাস্কফোর্স বাজার মনিটরিং

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
অক্টোবর ১২, ২০২৪
59
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

চুয়াডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি এবং সরবরাহ চেইন তদারকির লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স কমিটি বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে। শুক্রবার শহরের বড় বাজার পরিদর্শনকালে ডিম, আলু, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং ভাউচার পরীক্ষা করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা ব্যবসায়ীদের সঠিকভাবে বিধি অনুযায়ী ব্যবসা পরিচালনার পরামর্শ দেন।

অভিযান সূত্রে জানা যায়, বাজারে দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে এবং ক্রেতাদের অধিকার সংরক্ষণে জেলা প্রশাসন গত বৃহস্পতিবার বিশেষ টাস্কফোর্স গঠন করে। এই কমিটি জেলা ও উপজেলা পর্যায়ে দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

বড় বাজার মনিটরিং কার্যক্রমে টাস্কফোর্সের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হামিদ রেজা এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদ। এছাড়াও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের প্রতিনিধি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষি বিপণন কার্যালয়ের প্রতিনিধি, ক্যাব চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিকে, জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর এলাকার বাজারের মুদি দোকান ও কাঁচা বাজারও মনিটরিং করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় জীবননগর থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল বাজারের বিভিন্ন মুদি দোকান ও পৌর কাঁচাবাজার পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের দৈনন্দিন মালামাল ক্রয় ও বিক্রয়ের তালিকা দোকানে সংরক্ষণ করার নির্দেশ দেন। জীবাননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেনও এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram