চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।
তিনি বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার ও নির্বাচন কমিশন কাজ করছে। আমরা আশাবাদী, আগামী ৭ জানুয়ারি নির্বাচন অংশগ্রহনমূলক হবে, বর্তমানে আলমডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। অপরাধ প্রবণতা অনেকাংশে কমে গেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া।
আইনশৃঙ্খলা কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ হিল কাফি, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মাওয়াল, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম প্রমুখ।
এছাড়াও উক্ত সভায় আলমডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়াকে স্বাগত জানানো হয়।