চুয়াডাঙ্গার দামুড়হুদা মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদা মাঠ থেকে ৩৫ বছর বয়সী যুবক আব্দুল মান্নানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) দুপুর ১ টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ পাওয়া যায়। মান্নান মৃত হিরাজ মন্ডলের ছেলে এবং দর্শনা ভাই ভাই গার্মেন্টসে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে মান্নান বাসা থেকে বের হন। রাতে তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু তার সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পান যে, গ্রামের মাঠে মান্নানের মৃতদেহ পড়ে রয়েছে।
এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবনগর সার্কেল) জাকিয়া সুলতানা এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি হুমায়ূন কবীর জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছে।