৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার নবাগত ডিসির সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
সেপ্টেম্বর ২৬, ২০২৪
72
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম  

চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনের প্রতিফলন চুয়াডাঙ্গার মানুষের মাঝে দেখা উচিত। যদি কাজের কোন পরিবর্তন না ঘটে এবং জনগণ একই বিড়ম্বনার শিকার থাকে, তাহলে তারা অসন্তুষ্ট হবে। আমরা তা হতে দেব না, আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক জানান, তার লক্ষ্য হলো পরিবর্তনকে বাস্তবতায় ফিরিয়ে আনা। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা জেলার সমস্যা চিহ্নিত করে এই সভায় তুলে ধরেছেন; আমি সেগুলো অনুযায়ী কাজ করার চেষ্টা করব। আমি পরিবর্তনের মানসিকতা নিয়ে এসেছি, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।’

মতবিনিময় সভায় জেলা প্রশাসক গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন, বলেন, ‘গোটা দেশের পরিবর্তন আমরা কাজে লাগাতে চাই এবং এতে কোনো ব্যত্যয় ঘটবে না। আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন।’

সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ ও তিথি মিত্র। সভা শেষে সংবাদকর্মীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের হাতে ফুলের স্তবক তুলে দেওয়া হয়।

এ সময় বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক আজাদ মালিতা, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সম্পাদক নাজমুল হক স্বপন, এবং অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধি।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram