চুয়াডাঙ্গায় ওজোপাডিকোর কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি!
চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিভিন্ন পদের কর্মচারীরা বেতন ভাতার দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে তারা এই কর্মসূচি আয়োজন করে, এ সময় তারা নানা স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেন লাইন সাহায্যকারী শুকুর আলী, মনির মিয়া, কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা আশা, সাবিনা ইয়াসমিন, মামুনার রশিদসহ অন্যান্য কর্মচারীরা। তারা অভিযোগ করেন, বছরের পর বছর কাজ করার পরেও তারা সঠিক বেতন ভাতা পান না। অফিস টাইমের বাইরে কাজ করতে গেলে নামমাত্র টাকা দিয়ে সংসার চালাতে হয়। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকার কারণে অনেকের মৃত্যু হয়েছে এবং অনেকে অঙ্গহানির শিকার হয়েছেন, কিন্তু কর্তৃপক্ষ তাদের বেতন ভাতার কোন ব্যবস্থা করেনি।
এই কারণে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। এর ফলে চুয়াডাঙ্গা জেলার বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।