৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জামায়াতের রুকন সম্মেলন

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
অক্টোবর ৪, ২০২৪
67
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : জামায়াতে ইসলামের রুকন সম্ম্লেনের ছবি 

দেশ সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দেওয়া হবে, তবে এটি অর্নিদিষ্ট সময়ের জন্য চলতে পারে না—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেছেন, অতীতে দেখা গেছে, সময় বাড়াতে গিয়ে কেউ ক্ষমতায় থেকে দল গঠন করেছে বা সামরিক শাসন জারি করেছে। তাই তিনি চান, প্রয়োজনীয় সংস্কারের পর একটি নির্বাচন অনুষ্ঠিত হোক।

শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। তিনি জানান, আগামীকাল থেকে অন্তবর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু করবে, এজন্য তাদের ধন্যবাদ জানিয়ে দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে।

এসময় আওয়ামী লীগের সমালোচনা করে মুজিবুর রহমান বলেন, যারা অপরাধের সাথে জড়িত, তাদের বিচার হওয়া জরুরি। তিনি বলেন, আওয়ামী লীগের ক্ষমতা থাকা সত্ত্বেও তাদের বিচার হতে হবে। অতীতের নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সরকারের একের পর এক অবৈধ কর্মকাণ্ডের কারণে নির্বাচনী ব্যবস্থাকে নির্বাসনে নেওয়া হয়েছে।

মুজিবুর রহমান বলেন, প্রশাসনের বদলি প্রক্রিয়া নিয়ে মন্তব্য করে জানান, অপরাধীদের পুনর্বাসনের সুযোগ নেই। পরিবর্তে নিরপরাধদের নিয়ে প্রশাসন গঠন করা উচিত।

সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর অ্যাড. রুহুল আমীন সভাপতিত্ব করেন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যসহ বিভিন্ন নেতারা বক্তব্য দেন। সম্মেলনটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram