চুয়াডাঙ্গায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণের দাবিতে বিক্ষোভ!
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের অপসারণের দাবিতে চুয়াডাঙ্গায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে মাকসুরা নুরকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার থেকে অপসারণ করে উচ্চশিক্ষিত, দক্ষ নার্সদের পদায়নের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, নার্সদের দাবিগুলো উপেক্ষা করে ১২ সেপ্টেম্বর একজন নন-নার্সকে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা তারা মেনে নেবেন না। তারা উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের অধিদপ্তরের শীর্ষ পদে নিয়োগ দেওয়ার দাবি করেন।
মহাপরিচালক মাকসুরা নুরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বক্তারা বলেন, তিনি নার্সদের পেশাকে হেয় করেছেন এবং তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাই তারা তার পদত্যাগ ও শাস্তির দাবি জানিয়েছেন। এছাড়া নার্সদের জন্য বিশেষ বিসিএস চালুর আহ্বানও জানান।
উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর মাকসুরা নুর নার্সদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা প্রদানের সিদ্ধান্তকে ‘ভুল’ বলে মন্তব্য করেন, যা সারাদেশে নার্সদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। এর প্রতিবাদে চুয়াডাঙ্গায় ১৪ সেপ্টেম্বর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যা সদর হাসপাতাল সড়ক হয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপান্তরিত হয়।