চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় বিএনপির নেতা শরীফের মন্দির পরিদর্শন
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেছেন, "দুর্গোৎসব উৎসবমুখর ও প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতা-কর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাজ করছে। আমরা জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করেছি। এই স্বেচ্ছাসেবকরা পর্যায়ক্রমে মণ্ডপে দুর্গোৎসবের নিরাপত্তা ও আনন্দ নিশ্চিত করতে কাজ করছেন।"
গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত চুয়াডাঙ্গা সদরের দৌলৎদিয়াড় দক্ষিণপাড়ার দুটি মন্দির, আলুকদিয়া ও আলমডাঙ্গার কুলপালাসহ নান্দবারের দুটি মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এসময় শরীফুজ্জামান শরীফ আরও বলেন, "সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা মুসলিমরা যেমন এ দেশের নাগরিক, তেমনি হিন্দু সম্প্রদায়ের সবাইও এই দেশের নাগরিক। তাই আমার হিন্দু ভাইয়েরা, আপনাদের দুর্বল ভাবার কিছু নেই। বিএনপির নেতা-কর্মীরা সবসময় আপনাদের পাশে রয়েছে, যাতে দুষ্কৃতিকারী, চক্রান্তকারী বা স্বৈরাচারী আওয়ামী লীগের গুণ্ডাবাহিনী আপনাদের দিকে চোখ তুলে তাকাতে না পারে।"
বিভিন্ন মন্দির পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।