৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা উপজেলা জেহালা ইউনিয়ন বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
সেপ্টেম্বর ১৯, ২০২৪
80
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : আলমডাঙ্গা উপজেলা জেহালা ইউনিয়ন বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত 

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা জেহালা ইউনিয়ন বিএনপির যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকাল ৪টার সময় মুন্সিগঞ্জ পান বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেহালা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদউদ্দোজামান মিল্টন মিয়া এবং জেহালা ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান।

আলোচনা সভাটি পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রতন আলী। সভায় যুবদল নেতা রনি, রুবেল, সাঈদ, ফারুক, খোকন ও জাহাঙ্গীরসহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অগ্নিঝরা শুভেচ্ছা বক্তব্য রাখেন জেহালা ইউনিয়নের "টাইগার" খ্যাত ছাত্রনেতা মাহফুজ।

সভায় সভাপতিত্ব করেন ৭ নম্বর জেহালা ইউনিয়নের সভাপতি শাহিদ উদ্যোজা মিল্টন মিয়া। সঞ্চালক হিসেবে ছিলেন ছাত্রনেতা রতন আলী। অনুষ্ঠান শেষে একটি র‍্যালি বের হয়, যা মদনবাবুর প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে শেষ হয়।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram