চুয়াডাঙ্গার ট্রেনের ট্যাংকার লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চুয়াডাঙ্গার আনসারবাড়িয়ায় একটি তেলবাহী ট্রেনের আটটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে জীবননগর উপজেলার আনসারবাড়িয়ার রেল স্টেশন সংলগ্ন ডাউন সিগনাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে একটি খালি তেলবাহী ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। আনসারবাড়িয়া রেল স্টেশনের কাছাকাছি ট্রেনটির ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়, ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। চুয়াডাঙ্গা স্টেশনের পয়েন্ট ম্যান শান্ত কুমার বিশ্বাস জানান, ট্রেনের লাইনচ্যুতির পর সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং ভোর থেকে পাকশি থেকে উদ্ধারকারী যন্ত্রপাতি এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।
চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ৮ ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালায়। অবশেষে সকাল ১১ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।