৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দর্শনায় আবাসিক হোটেল মালিকসহ দুই নারী আটক

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
অক্টোবর ১৬, ২০২৪
73
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে অবস্থিত রিয়াদ আবাসিক হোটেলের মালিক শাহিন রেজা (৩৮) এবং দুই নারীকে অনৈতিক কাজের অভিযোগে আটক করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন দামুড়হুদার নতুন বাস্তুপুর গ্রামের পলি খাতুন (১৮) ও ফরিদা পারভীন (২৬)।

জানা গেছে, স্থানীয়রা দীর্ঘদিন ধরেই রিয়াদ আবাসিক হোটেলের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ করে আসছিলেন। এর আগে শাহিনও গ্রেপ্তার হয়েছেন এই ধরনের অভিযোগে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় শাহিন রেজা হোটেলের দ্বিতীয় তলায় অনৈতিক কাজ করছিলেন এমন খবর পেয়ে জনতা তাকে ধরতে যায়। এ সময় শাহিন কৌশলে ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান, কিন্তু দুই নারীকে আটক করে জনতা। ঘটনাস্থলে প্রবেশ করে তারা অনৈতিক কার্যকলাপের কিছু আলামত পায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শাহিন পুনরায় হোটেলে ফিরে আসেন এবং স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে শাহিনসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, “আনৈতিক কাজের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram