চুয়াডাঙ্গায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
নভেম্বর ১৪, ২০২৪
43
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :
চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি-বোয়ালমারি মাঠে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে পানের বরজে কাজ করতে আসা শ্রমিকরা মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় থানায় জানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, নারীর মরদেহটি ছিলো বিবস্ত্র এবং অর্ধগলিত অবস্থায়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে তদন্তের পর ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকান্ড হতে পারে।
ঘটনাটি জানার পরই চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান এবং সিআইডির ক্রাইমসিনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ মৃত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে এবং ঘটনার তদন্ত চলছে।