চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে গত দুই দিনে মোট ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত ঘটেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, গত বুধবার থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বৃহস্পতিবার শুরু হয় গুঁড়ি গুঁড়ি ও মুষলধারে বৃষ্টি। বৃহস্পতিবারে ৯ মিলিমিটার এবং শুক্রবার সকাল পর্যন্ত ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত ঘটেছে, যা শনিবার (২৫ অক্টোবর) দেশের সর্বোচ্চ রেকর্ড।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তাহমিনা নাছরিন জানিয়েছেন, "ঘূর্ণিঝড় দানার প্রভাবে চুয়াডাঙ্গায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আজ সকাল থেকে বৃষ্টি কমেছে এবং হালকা রোদ উঠেছে। আগামীকাল আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।"
টানা বর্ষণ ও দমকা হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির ফলে সাধারণ মানুষ বাইরে বের হতে কষ্ট পাচ্ছে, বিশেষ করে খেটে খাওয়া ছিন্নমূল মানুষের জন্য পরিস্থিতি চরম বিপদের সৃষ্টি করেছে।