৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
সেপ্টেম্বর ২৫, ২০২৪
86
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : পৃলিশের মাঝে চেক জালিয়াতী মামলার সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম  

চুয়াডাঙ্গায় চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের ইম্প্যাক্ট হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। সাইফুল ইসলাম দুই মামলায় ১ বছরের সাজা এবং ৩০ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়ার মৃত মোকসেদ আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, সাইফুল ইসলাম চট্টগ্রামের দুটি চেক জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হন। চট্টগ্রাম দায়রা জজ আদালতের মামলা নম্বর ৪১৪/২৩ এবং সিআর মামলা নম্বর ৩৫৭/২২ অনুযায়ী তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা চুয়াডাঙ্গা সদর থানায় পৌঁছায়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মালোপাড়ায় অভিযান চালান এবং সেখান থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেন। পুলিশ জানায়, আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram