৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় নার্সদের এক দফা দাবিতে কর্মবিরতি!

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
অক্টোবর ২, ২০২৪
71
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

চুয়াডাঙ্গা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করেছে। এ কর্মবিরতির মূল উদ্দেশ্য ছিল নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডার প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞদের পদায়নের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা।

এসময় জেলা সিভিল সার্জন বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়, যেখানে তাদের দাবিগুলি তুলে ধরা হয়েছে। আহ্বায়ক রেহেনা পারভীন জানান, ৯ সেপ্টেম্বর থেকে তারা বিভিন্নভাবে আন্দোলন করে আসছেন এবং সরকারের কাছ থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় তারা এই কর্মবিরতির সিদ্ধান্ত নেন।

রেহেনা আরও বলেন, যদি তাদের দাবি মানা না হয়, তবে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রীয় নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদ প্রস্তুত রয়েছে। এসময় বিভিন্ন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষকেরা এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram