চুয়াডাঙ্গায় বদলির আদেশপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের এসপির সম্মাননা
প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
সেপ্টেম্বর ২৪, ২০২৪
81
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : চুয়াডাঙ্গায় বদলির আদেশপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের এসপির সম্মাননা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিদায়ী সহকর্মীদের সম্মানে সম্প্রতি এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পুলিশ সুপারের অফিসকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মারুফ হোসেন (বরিশাল রেঞ্জ), শফিকুল ইসলাম (কেএমপি, খুলনা), একরামুল হোসাইন (রাজশাহী রেঞ্জ) এবং লাবলু সরদার (এপিবিএন)-কে সংবর্ধনা জানানো হয়।
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা অনুষ্ঠানে বক্তব্য দেন এবং বিদায়ী কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন। তিনি সকলের পেশাগত এবং পারিবারিক কল্যাণ কামনা করেন।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদায়ী কর্মকর্তাগণ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং নতুন কর্মস্থলে যোগদানের জন্য চুয়াডাঙ্গা জেলা থেকে ছাড়পত্র গ্রহণ করেছেন।