চুয়াডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ হারাল চার বছরের শিশু
প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
অক্টোবর ১৫, ২০২৪
62
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : শিশু সন্তানের করুন মৃত্যু
চুয়াডাঙ্গা সদরের গোপিনাথপুরে সাপের কামড়ে সোহরাব হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। সোহরাব সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সুবহানের ছেলে।
প্রতিবেশী আসলাম উদ্দিন জানান, সকালে তিনি এবং সোহরাবের বাবা কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির উঠানে খেলা করার সময় বিষধর সাপ শিশুটির পায়ে কামড় দেয়। দ্রুত শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, তার আগেই মৃত্যু ঘটেছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।