চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
অক্টোবর ২০, ২০২৪
52
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :
চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) মোছা. শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হামিদ রেজা, সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
সভায় জেলা প্রশাসক সকল শ্রেণীর মানুষকে একত্রিত হয়ে জেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। এছাড়া পুলিশ, স্বাস্থ্য, শিক্ষা বিভাগ এবং বিভিন্ন পৌরসভাসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা ও সমাধানের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।