৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের ওলামা সমাবেশ

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
সেপ্টেম্বর ২৯, ২০২৪
76
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : চুয়াডাঙ্গা জেলা জামায়াত 

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, "আমাদের দেশের শিক্ষাব্যবস্থা পরনির্ভরশীল এবং এটি নৈতিকতা উন্নয়নে অক্ষম। শিক্ষা ব্যবস্থা সংস্কার ছাড়া আদর্শ জাতি গঠন সম্ভব নয়।" গতকাল শনিবার বেলা আড়াইটায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে সদর উপজেলা ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাদের মল্লিক। অ্যাড. রুহুল আমিন আরও বলেন, "আলেম সমাজের মধ্যে যে অনৈক্য বিদ্যমান, তা দূর করতে হবে। জাতির এই ক্লান্তিলগ্নে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ছোট ছোট বিষয়কে গুরুত্ব দিতে গিয়ে মৌলিক বিষয়গুলোতে একমত হতে পারছি না। আমাদের শুধু মসজিদের ইমাম নয়, বরং সমাজের ইমাম হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।"

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। আরও বক্তব্য রাখেন ওলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা লোকমান হুসাইন, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, ছাত্রশিবিরের জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, সদর উপজেলা জামায়াতের আমির বেলাল হুসাইন, পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল হাওলাদার, ড. রুহুল আমিন ও খায়রুল ইসলাম।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা সাজিবুর রহমান, এবং ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা ইকবাল হোসেন। সমাবেশের উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা পৌর ওলামা বিভাগের সভাপতি হাফেজ আব্দুস শুকুর।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram