চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিবৃতি: কাউকে চাঁদা না দেবার আহবান
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ এক যৌথ বিবৃতিতে বলেছেন, "চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে কিছু দুর্বৃত্ত বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে বলে আমরা জানতে পেরেছি। এর ফলে সাধারণ জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর।"
তারা সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, "চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনের যাবতীয় খরচ দলীয়ভাবে বহন করা হচ্ছে। সুতরাং, যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা টাকা দাবি করে, তাহলে সুনির্দিষ্ট তথ্য প্রদান করে আমাদের সহযোগিতা করুন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।"
তারা আরও বলেন, "বিএনপি কখনোই চাঁদাবাজি সমর্থন করে না। যদি এই চাঁদাবাজির সঙ্গে বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কোনো নেতা-কর্মী জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"