৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ‘সীরাতুন্নবী (সা.)’ ও গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘তারুণ্যের গান ও নাশিদ সন্ধ্যা

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
সেপ্টেম্বর ২৪, ২০২৪
75
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : চুয়াডাঙ্গা ‘সীরাতুন্নবী (সা.)’ ও গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘তারুণ্যের গান ও নাশিদ সন্ধ্যা 

চুয়াডাঙ্গা জেলার মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে ‘সীরাতুন্নবী (সা.)’ ও গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘তারুণ্যের গান ও নাশিদ সন্ধ্যা’ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।

‘তারুণ্যের গান ও নাশিদ সন্ধ্যা’ অনুষ্ঠানের মিডিয়া সমন্বয়ক এস এম সাইফুল ইসলাম জানান, অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে ছিল ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘কলরব শিল্পীগোষ্ঠী’। বিশেষ আকর্ষণ হিসেবে মুশফিক বিন জামাল ও ফুরকানুল্লাহও উপস্থিত থাকবেন। এছাড়াও স্থানীয় শিল্পীবৃন্দ নাশিদ পরিবেশন করেন।

সাইফুল ইসলাম চুয়াডাঙ্গাবাসীকে দল-মত নির্বিশেষে অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং উপস্তিতি ছিল দেখার মত।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram