আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক ক্রীড়া সম্পাদকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক ক্রীড়া সম্পাদকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। ছোট ভাইয়ের মৃত্যুর ৮ মাসপর মারা গেলেন মেজ ভাই বাবলুর রহমান।
তিনি গত ২৫ ডিসেম্বর স্টোক জনিতকারণে অসুস্থ হলে তাকে কুষ্টিয়া মান্নান হার্ড ফাউন্ডেশনে নিয়ে ভর্তি করা হয়। আজ বুধবার দুপুর পর রাজশাহি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরহুম বাবলুর রহমান আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
স্থানীয় সুত্রে জানাগেছে, গত ৮ মাস আগে ছোট ভাই ডাবলুর রহমানও স্টোক করে মারা যান। ছোট ভাইয়ের মৃত্যুর পর অভিভাবক হিসেবে বাবলুর রহমান পরিবারের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে পরিবারটি অভিভাবক শূণ্য হয়ে পড়েছে।
বণিক সমিতির এক সদস্য জানান, ২৫ ডিসেম্বব সন্ধ্যায় এরশাদপুর চাতাল মোড়ে হঠাৎ বাবলুর রহমান অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে দ্রত কুষ্টিয়া মান্নান হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সকালে কুষ্টিয়া থেকে রাজশাহি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপর পর তার মৃত্যু হয়েছে।