৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহ সিভিল সার্জন ডাক্তার হাদী জিয়াউদ্দিনের পিতৃবিয়োগ: শোক প্রকাশ

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
নভেম্বর ১৭, ২০২৪
44
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

ঝিনাইদহ জেলার সিভিল সার্জন এবং আলমডাঙ্গার কৃতি সন্তান ডাক্তার হাদী জিয়াউদ্দিন আহমেদের পিতা আলী আহমেদ মাস্টার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যু বরণ করেছেন। বার্ধক্যজনিত কারণে ১৫ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ১২টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯০ বছর।

১৬ নভেম্বর শনিবার সকালে আলমডাঙ্গার উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষ। এরপর তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম আলী আহমেদ মাস্টার মৃত্যুকালে তাঁর পাঁচ সন্তান, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোক প্রকাশ করেছেন তার ছেলে, ঝিনাইদহ সিভিল সার্জন ডাক্তার হাদী জিয়াউদ্দিন আহমেদ সাঈদ, যিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

এদিকে, বন্ধু ফোরাম '৯৩-এর সদস্যরা, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার আলমডাঙ্গা ব্যুরো, রিপোর্টার্স ফর বেটার আর্থ এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram