ড. মাসুদ পারভেজের প্রয়াত পিতা আয়ুব আলীর চেহলাম অনুষ্ঠিত
আমেরিকার সিনিয়র ঔষধ প্রযুক্তি বিজ্ঞানী ড. মাসুদ পারভেজের প্রয়াত পিতা আয়ুব আলীর চেহলাম অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর, শুক্রবার, বাদ জুমা আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের নিজ বাড়িতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক বিশেষ দু'আ মাহফিলের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ মুসল্লি, আত্মীয়-পরিজন এবং গ্রামবাসী।
দু'আ মাহফিলের পরিচালনা করেন মাওলানা আবুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুর রহমান, মরহুম আয়ুব আলীর ছোট ভাই এবং পাঁচলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দীকুর রহমান, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের রফিকুল ইসলাম, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দীপু, সহ কয়েকশ ধর্মপ্রাণ মুসল্লি ও আত্মীয়-পরিজন।
মরহুম আয়ুব আলী ২০২২ সালের ৬ নভেম্বর হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে দোয়া করতে বলেন তাঁর একমাত্র সন্তান, বিশ্বখ্যাত ঔষধ প্রযুক্তি বিজ্ঞানী ড. মাসুদ পারভেজ।
ড. মাসুদ পারভেজ বর্তমানে আমেরিকার একটি প্রসিদ্ধ ঔষধ কোম্পানিতে সিনিয়র ঔষধ প্রযুক্তি বিজ্ঞানী হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি তিনি একটি বিরল কৃতিত্ব অর্জন করেছেন। তিনি আমেরিকান অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্টস সোসাইটির (AAPS) বিশেষায়িত বিভাগ, ফার্মাকোকাইনেটিকস, ফার্মাকোডায়নামিকস এবং ড্রাগ মেটাবলিজম কমিউনিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ বিভাগটি বিশ্বের ১২০০ জনের বেশি বিজ্ঞানী নিয়ে গঠিত। AAPS-এ মোট ৬২ হাজার সদস্য রয়েছেন, যাদের মধ্যে বিজ্ঞানী ও ছাত্রছাত্রীদের সংখ্যা অন্তর্ভুক্ত।
ড. মাসুদ পারভেজের এই কৃতিত্ব দেশের জন্য একটি গর্বের বিষয় এবং আন্তর্জাতিক বিজ্ঞানী সমাজে তার প্রতিপত্তি আরও বৃদ্ধি পেয়েছে।