৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে হত্যার ঘটনায় ৬ শিক্ষার্থী গ্রেপ্তার!

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
সেপ্টেম্বর ১৯, ২০২৪
85
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : নিহত তোফাজ্জেল ও গ্রেফ্তার শিক্ষার্থী 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে হত্যার ঘটনায় শাহবাগ থানা পুলিশ ৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন: ওয়াজিবুল আলম, মো. জালাল মিয়া, সুমন মিয়া, মো. মোত্তাকিন সাকিন, আল হুসাইন সাজ্জাদ ও আহসানউল্লাহ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গতকাল সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে এক ব্যক্তিকে চড়-থাপ্পড় ও মারধরের ঘটনা ঘটে। পরে তাকে হলের দক্ষিণ ভবনের অতিথি কক্ষে আবারও বেধড়ক মারপিট করা হয়। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষক তাকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম তোফাজ্জল হোসেন (৩৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে শাহবাগ থানায় অবহিত করলে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ছাড়াও ঘটনার কারণ অনুসন্ধান, জড়িতদের চিহ্নিতকরণ ও গ্রেপ্তার করার জন্য পুলিশের পাশাপাশি ডিবির একাধিক টিম কাজ করছে।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram