৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় "আল্লাহর দান" হোটেলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
নভেম্বর ৭, ২০২৪
33
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

দামুড়হুদা উপজেলার দর্শনা বাজারে জেলা টাস্কফোর্স কমিটি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে "আল্লাহর দান" হোটেলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সহযোগিতা করেন ক্যাব ও ছাত্র প্রতিনিধি, দর্শনা পৌরসভা এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনীর একটি দল, যার নেতৃত্ব দেন জুলফিকার।

সজল আহম্মেদ জানান, অভিযানে হোটেল, ডিম, মুদিদোকান এবং মুরগি বাজারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এতে "আল্লাহর দান" হোটেলের মালিক খন্দকার জহুরুল ইসলামের বিরুদ্ধে কয়েকটি গুরুতর অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াজাতকরণ, ফ্রিজে বাসি ও পচা দই সংরক্ষণ, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই তৈরি, দইয়ের মেয়াদ, মূল্য ও ওজন উল্লেখ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার মতো অনিয়ম ছিল। এছাড়া, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা এবং দইয়ের মধ্যে পোকা পাওয়া যায়।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং তাদেরকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, ভাউচার সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন করার জন্য পরামর্শ দেওয়া হয়। এছাড়া, সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়েছে।

এমন অভিযানের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের অধিকার রক্ষা করার উদ্দেশ্যে প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram