৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় দুর্বৃত্তদের হাত থেকে উদ্ধার হলো ৩০টি ইপিলইপিল গাছ

প্রতিনিধি :
সম্পাদক
আপডেট :
সেপ্টেম্বর ১৯, ২০২৪
132
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলায় সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। টানা চার দিনের বৃষ্টির ফলে সরকারি পরিত্যক্ত জমিতে লাগানো ৩০টি ইপিলইপিল গাছ রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে নিয়ে যায়। তবে এই ঘটনায় উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনগণের তৎপরতায় গাছগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমানের হস্তক্ষেপে গাছগুলো উদ্ধার করে উপজেলা বন বিভাগের কর্মকর্তা রজব আলীর কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে কিছু গাছ হেলে পড়লে সেই সুযোগে দুর্বৃত্তরা গাছগুলো কেটে নিয়ে যায়।

জয়রামপুর সড়ক জনপদের সভাপতি শামসুল আলম ঘটনার খবর পেয়ে তল্লাশি চালান। তিনি জানান, “দুর্বৃত্তরা গাছগুলো কাটার পর একটি স্কুলের পিছনে ফেলে রাখে। আমি বিষয়টি জানতে পেরে গাছগুলো উদ্ধার করি।” তার এই উদ্যোগের ফলে গাছগুলো দ্রুত উদ্ধার করা সম্ভব হয়।

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা বন বিভাগের কর্মকর্তা রজব আলী বলেন, “ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর গাছগুলো উদ্ধার করা হয়। ২৭টি বিম, ৩টি লগ এবং সাড়ে তিন মণ খড়ি উদ্ধার করা হয়েছে। এগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। এই বিক্রির অর্থের ৫৫% স্থানীয় কমিটি পাবে, বাকিটা সরকারি কোষাগারে জমা হবে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, “গাছ চুরি হওয়ার খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে যাই। যেহেতু গাছগুলো বন বিভাগের, কারও কোনো অভিযোগ না থাকায় এগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এই ঘটনা স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছে। তারা আরও সজাগ থাকার জন্য অঙ্গীকারবদ্ধ। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতে এই ধরনের চুরি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram