দীর্ঘ ৬ বছর পর আলমডাঙ্গায় ওয়াজ মাহফিল করলেন মুফতি আমির হামজা
দীর্ঘ প্রায় ৬ বছর পর আলমডাঙ্গায় ওয়াজ মাহফিল করেছেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা। ২৮ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়, যা ছিল বহু প্রতীক্ষিত।
প্রায় ছয় বছর আগে ৮ ডিসেম্বর, ২০১৮ সালে আলমডাঙ্গায় মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল পুলিশের বাধায় বন্ধ হয়ে গিয়েছিল। তখন স্থানীয় মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে এবং বিভিন্ন স্লোগান দিতে দিতে মাহফিলস্থল ত্যাগ করেন। কুমারী, হারদী, হাটবোয়ালিয়া, গাংনী এলাকার মুসল্লিরা শহরের সদ্য স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙতে গিয়ে মন্দিরের ভেতরে কিছু ইটপাটকেল পড়ে, যার ফলে মন্দির কমিটি থানায় অভিযোগ দায়ের করে। তবে পরবর্তীতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা-নেত্রীরা পরিস্থিতি বুঝে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
২০১৯ সালে মুফতি আমির হামজাকে ওয়াজের মাধ্যমে ধর্মীয় উগ্রবাদ প্রচারের অভিযোগে গ্রেফতার করা হয়। ২০২১ সালের ২৪ মে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল কুষ্টিয়ায় অভিযান চালিয়ে মুফতি আমির হামজাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয় এবং ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগ করেছিলেন যে, মুফতি আমির হামজা জিহাদের নামে পবিত্র কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে যুব সমাজকে উগ্রবাদে উদ্বুদ্ধ করেছেন এবং তার বক্তৃতার মাধ্যমে উগ্রবাদের প্রচার করেছেন।
তিনি প্রায় সাড়ে তিন বছর কারাবন্দি থাকার পর ২০২৩ সালের ৭ ডিসেম্বর জেল থেকে মুক্তি পান। মুক্তির পরও বিভিন্ন মাহফিলে তাকে ওয়াজ করার অনুমতি না দেওয়ার অভিযোগ রয়েছে। ১২ ফেব্রুয়ারি ২০২৪ সালে লালমনিরহাটের হাতিবান্ধায় তার ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হয়। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও এমপির উদ্যোগে জেলা প্রশাসক পরদিন মাহফিলের অনুমতি দেন।
এদিকে, দীর্ঘ বিরতির পর আলমডাঙ্গায় ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হওয়ায় মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।