৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পূজার ছুটিতে আর বাড়ি ফেরা হলো না সৌরবের!

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
অক্টোবর ১২, ২০২৪
74
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

আলমডাঙ্গার সৌরব কুমার পালের পূজার ছুটিতে আর বাড়ি ফেরা হলো না! গতকাল শুক্রবার সকালে রাজশাহীর হরিপুর এলাকায় মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী ট্রাকের সাথে সংঘর্ষে প্রাণ হারান ২৯ বছর বয়সী এই যুবক। তিনি আলমডাঙ্গার সোনাপট্রির ধীরেন্দ্র নাথ পালের ছেলে।

পরিবারের সূত্রে জানা গেছে, সৌরব কুমার পাল চাপাইনগরের কানসার্টে পল্লি বিদ্যুতের মিটার রিডারের চাকরি করতেন। পুজার ছুটিতে পরিবার নিয়ে উৎসব পালনের উদ্দেশ্যে তিনি সকালে মোটর সাইকেল চালিয়ে বাড়ির দিকে রওনা হন। হরিপুর এলাকায় পৌঁছালে তিনি ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সংবাদ পেয়ে তার পরিবার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আলমডাঙ্গায় নিয়ে আসে। বাড়িতে মরদেহ পৌঁছানোর পর এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে, আর উৎসবের আমেজ অন্ধকারে ঢাকা পড়ে যায়। রাতে আলমডাঙ্গা মহাশ্মশানে তার দাহকার্য সম্পন্ন করা হয়।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram