বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোল্লা তাসলিম উদ্দীনের মর্মান্তিক মৃত্যু, গ্রামজুড়ে শোক
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক এবং খুলনা-সোনাডাঙ্গা দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার দ্বিতীয় বর্ষের ছাত্র মোল্লা তাসলিম উদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। ঢাকার বার্ন ইউনিটে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গতকাল রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। এর আগে ২২ সেপ্টেম্বর, একটি নির্মাণকাজের সময় দুর্ঘটনাক্রমে ১১ কেভি বিদ্যুতের তারের স্পর্শে তাসলিম গুরুতরভাবে দগ্ধ হন। স্থানীয়রা তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন, তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে সেদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। ২৪ সেপ্টেম্বর সেখানে তার ডান হাত বিচ্ছিন্ন করতে হয়।
গতকাল রাত ১১টায় তাসলিমের মরদেহ ঢাকা থেকে নিজ গ্রামে আনা হয়, যেখানে শোকের আবহ ছড়িয়ে পড়ে। রাতেই আন্দুলবাড়ীয়া কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
মোল্লা তাসলিমের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন এবং আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান।