আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় আদালতের আদেশ অমান্য করে ভূট্টা রোপণের অভিযোগ
আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি চাষ করে ভূট্টা রোপণ করার অভিযোগ উঠেছে আহার আলী মোল্লা ও শুকলাল মোল্লাসহ তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ২০ নভেম্বর বুধবার ভোরে তারা শরিফুল ইসলামের ব্যক্তিগত জমিতে গিয়ে এই ভূট্টা রোপণ করেন।
জানা গেছে, ভাংবাড়িয়া গ্রামের ঈদাপাড়ার বাসিন্দা শরিফুল ইসলামের সঙ্গে একই গ্রামের মৃত আহমেদ আলী মোল্লার দুই ছেলে আহার আলী মোল্লা ও কাবের আলী মোল্লা এবং মৃত সামজার মোল্লার ছেলে শুকলাল মোল্লার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েক মাস আগে, শরিফুল ইসলামের জমির একটি কলাবাগান জোরপূর্বক কেটে দিয়ে জমি দখল করার চেষ্টা করেছিল তারা। এতে ক্ষুব্ধ হয়ে শরিফুল ইসলাম আদালতে মামলা করেন।
মামলার পর, অভিযুক্তরা শরিফুল ইসলামের জমিতে প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করে। এরপর, ১৮ নভেম্বর শরিফুল ইসলাম আদালতে একটি পিটিশন দাখিল করেন যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আদালত আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন এবং বিষয়টি তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনারের অফিসে প্রেরণ করা হয়।
তবে ২০ নভেম্বর, আদালতের আদেশ অমান্য করে, আহার আলী মোল্লা, কাবের আলী মোল্লা, শুকলাল মোল্লা, খায়রুল মোল্লাসহ কয়েকজন ব্যক্তি শরিফুল ইসলামের জমিতে প্রবেশ করে ভূট্টা রোপণ করেন।
শরিফুল ইসলাম বলেন, তার এবং তার পিতার নামে খরিদকৃত এবং খারিজ করা জমি অন্যরা জোরপূর্বক দখল করে চাষ করছে। তারা আদালতের সরাসরি আদেশও অমান্য করেছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।