৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা গণত্রাণ কমিটির আয়-ব্যয় প্রতিবেদন প্রকাশ

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
নভেম্বর ১৮, ২০২৪
78
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

সাম্প্রতিক বন্যায় আলমডাঙ্গা গণত্রাণ কমিটি কর্তৃক পরিচালিত ত্রাণ কার্যক্রমের আয়-ব্যয় প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

এতে লক্ষীপুর জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে বন্যার্তদের উদ্ধার, ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান, পুনর্বাসন এবং স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় গত দুই মাসের ত্রাণ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে রবিবার সন্ধ্যায় আলমডাঙ্গা গণত্রাণ কমিটির প্রধান সমন্বয়ক শেখ শাফায়েতুল ইসলাম হিরোর সভাপতিত্বে হ্যামলেট ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান সমন্বয়ক তার স্বাগত বক্তব্যে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন, মসজিদ, মাদ্রাসা, সাধারণ জনগণ এবং স্বেচ্ছাসেবকদের এই মহৎ কাজে সহায়তা প্রদান করার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরীক্ষা কমিটির প্রধান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম, যারা অডিট প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর আয়-ব্যয়ের হিসাব বিস্তারিত তুলে ধরেন কমিটির সমন্বয়ক শরিফুল ইসলাম পিন্টু।

প্রতিবেদন অনুযায়ী, ত্রাণ কার্যক্রমে মোট আয় ছিল ২৫,৭৯,২৭৭ টাকা (পঁচিশ লক্ষ উনআশি হাজার দুই শত সাতাত্তর টাকা) এবং মোট ব্যয় ছিল ২৫,১১,২৯৯ টাকা (পঁচিশ লক্ষ এগারো হাজার দুইশত নিরানব্বই টাকা)। ফলে বর্তমানে উদ্বৃত্ত অর্থ রয়েছে ৬৭,৯৭৮ টাকা (সাতষট্টি হাজার নয়শত আটাত্তর টাকা)।

এছাড়াও সম্প্রতি আয়োজিত স্বেচ্ছাসেবক সংবর্ধনা অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাবও প্রকাশ করা হয়। এতে সর্বমোট আয় ছিল ৯৭,০০০ টাকা (সাতানব্বই হাজার টাকা) এবং ব্যয় ছিল ৯৬,৭৩৫ টাকা (ছিয়ানব্বই হাজার সাত শত পঁইত্রিশ টাকা)। এতে উদ্বৃত্ত অর্থ ছিল ২৬৫ টাকা (দুই শত পঁইত্রিশ টাকা)।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সকল আয়-ব্যয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষিত রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: অডিটর সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, সমন্বয়ক রহমান মুকুল, শায়খ ইমদাদুল হক, মাওলানা আকরাম হোসেন, আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, হাবিবুল করিম চঞ্চল, উজ্জ্বল হোসেন, ফিরোজ ইফতেখার প্রমুখ।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram