আলমডাঙ্গায় বিসিআইসি ও বিএডিসি সার ও বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর, বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
তিনি বলেন, “কৃষির সঠিক উন্নয়ন নিশ্চিত করতে সার সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা এবং কার্যকারিতা বজায় রাখা অত্যন্ত জরুরি। যদি সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়, তবে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, উপজেলায় বরাদ্দকৃত সার যেন অন্য কোনো উপজেলায় পাচার না হয়, তা নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে।”
শেখ মেহেদী ইসলাম আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের কাছে সুষম এবং ন্যায্যমূল্যে সার সরবরাহ করা। সার ডিলারদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন কৃষকের স্বার্থে সঠিক নিয়মে সার বিক্রি করেন। কোনো অনিয়ম সহ্য করা হবে না। কৃষির উৎপাদনে সার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, তাই সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এস. এম মাহমুুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সাত্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, থানার এসাআই সঞ্জিত সাহা, পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, সমবায় কর্মকর্তা সরদার মাসুদ রানা, এবং বিভিন্ন সার ডিলারদের প্রতিনিধিরা। সবার সম্মিলিত প্রচেষ্টায় উপজেলা সার ব্যবস্থাপনা আরও স্বচ্ছ এবং কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।