আলমডাঙ্গা ফরিদপুর গ্রামের সড়ক দুর্ঘটনায় আহত নোয়াজেস আহাম্মেদকে অর্থ সহায়তার চেক প্রদান
আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নোয়াজেস আহাম্মেদকে চিকিৎসার জন্য অর্থ সহায়তার চেক প্রদান করা হয়েছে। গত ১৭ নভেম্বর রবিবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
জানা যায়, বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা জহির উদ্দিন মালিতার ছেলে নোয়াজেস আহাম্মেদ আড়াই মাস আগে মাঠ থেকে বাড়ি ফেরার পথে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার পায়ে প্রচণ্ড আঘাত লেগে, প্রাথমিক চিকিৎসার পরও অবস্থার উন্নতি হয়নি। এর ফলে তার পায়ের অবস্থা ক্রমেই অবনতির দিকে চলে যায় এবং বর্তমানে তিনি মারাত্মক শারীরিক যন্ত্রণায় ভুগছেন। চিকিৎসকদের আশঙ্কা, যদি দ্রুত উন্নত চিকিৎসা না হয়, তবে তার পা হারানোর ঝুঁকি রয়েছে।
এই অবস্থায় নোয়াজেস আহাম্মেদ আলমডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে আর্থিক সহায়তার জন্য আবেদন করেন। তার আবেদন পর্যালোচনা করে, রবিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম নিজে উপস্থিত থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নোয়াজেস আহাম্মেদকে অর্থ সহায়তার চেক তুলে দেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মহসীন মোড়লসহ অফিসের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "নোয়াজেস আহাম্মেদের মতো অসহায় মানুষদের সহায়তায় সরকার সবসময় পাশে থাকবে। আমরা তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সকল প্রয়াস চালাবো।"
এদিকে, নোয়াজেস আহাম্মেদ ও তার পরিবার এই আর্থিক সহায়তার জন্য সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের মতে, এই সহায়তা তাদের পরিবারের জন্য একটি বড় আশীর্বাদ।
স্থানীয় জনগণের মধ্যে সরকারের মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং অনেকে এ ধরনের সহায়তার ধারাবাহিকতা কামনা করেছেন।